মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

জৈন্তাপুরে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক  গ্রেফতার 

জাকির হোসেন সুমন:

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

সিলোটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রী তার নিজ শিক্ষক মাওলানা মাসউদ আজহা কর্তৃক ধর্ষনের শিকার হয় ৷ অভিযুক্ত ধর্ষক মাওলানা মাসউদ আজহার আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

 

পুলিশ সূত্রে জানা যায়, মাওলানা মাসউদ আজহার উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামের একটি মাদ্রাসা পরিচালনা করেন। গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় চলতি বছরে নতুন ভর্তি হওয়া শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

 

পরের দিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে তার মাকে বিষয়টি জানায়। 

 

শনিবার তার মা কাতার প্রবাসী বাবাকে বিষয়টি জানালে রবিবার সকাল ১০ ঘটিকায় ভিকটিমের মা শিশুটিকে নিয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সরনাপন্ন হন।

 

ভিকটিম শিশুর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ধর্ষক মাওলানা মাসুদ আজহারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রবিবার সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) সাহিদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ চাক্তা গ্রামে অভিযান পরিচালনা করে ধর্ষক মাওলানা মাসউদ আযহারকে আটক করে পুলিশ।

 

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ইতোপূর্বে ২০২৩ সালে ২৮ ফেব্রুয়ারী ধর্ষনের দায়ে মাওলানা মাসুউদ আযহাকে আটক করেছিলো পুলিশ।

 

রবিবার ভিকটিম শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা সহ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এই বিভাগের আরো খবর